চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

নাঈমের ঘূর্ণিতে থামল শ্রীলংকা

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২২ | ৫:২৮ অপরাহ্ণ

স্পিনার নাঈম হাসানের ঘূর্ণিতে ডাবল সেঞ্চুরি থেকে মাত্র একরান দূরে থাকাবস্থায় আউট হন ম্যাথিউস। তার বিদায়ে শ্রীলংকার প্রথম ইনিংস থামল ৩৯৭ রানে। জবাবে ব্যাটিংয়ে করছে বাংলাদেশ।

৩৯৬ বল খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঙ্গেলো ম্যাথিউস যেন নিজের ওপর চাপ নিয়ে ফেললেন। তাড়াহুড়ো করতে গিয়ে বিপদ ডেকে আনলেন। নাঈমকে উড়িয়ে মেরে ডাবল হান্ড্রেডের কোটা ছুঁতে গিয়ে ক্যাচ দিলেন সাকিব আল হাসানের হাতে। ১৯৯ রানে আক্ষেপ নিয়ে মাঠে ছাড়তে হলো তাকে। ১৯ চার ও এক ছয়ে ইনিংস সাজান তিনি। টেস্টে এটি তার দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস।

বাংলাদেশের হয়ে প্রায় ১৫ মাস পর খেলতে নেমে বল হাতে একাই ৬ উইকেট শিকার নাঈমের। সাকিব নিয়েছেন ৩টি, বাকি ১টি তাইজুলের।

১৪১ বলে অবিচ্ছেদ্য ৪৭ রানের জুটি নিয়ে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করার কথা ছিল ম্যাথিউস আর বিশ্ব ফার্নান্দোর। কিন্তু আগের সেশনে মাথায় চোট লাগায় বিশ্বর পরিবর্তে নামেন আসিথা ফার্নান্দো। তবে সুবিধা করতে পারেননি তিনি। নাঈম হাসানের ঘূর্ণিতে পরাস্ত হয়ে তিনি মাঠ ছাড়েন। এর মাধ্যমে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই স্পিনার।

পূর্বকোণ/এস/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট