চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত, এক ধাপ নেমে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২১ ফেব্রুয়ারি, ২০২২ | ২:১৯ অপরাহ্ণ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে র‌্যাংকিংয়ে এগিয়ে গেল ভারত। সম্প্রতি আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ইংল্যান্ডকে টপকে শীর্ষস্থান দখল করে নিল রোহিত শর্মার দল।

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিতে বাংলাদেশকে পেছনে ফেলে নয় নম্বরে উঠে গেছে শ্রীলঙ্কা। যদিও বাংলাদেশ ও শ্রীলঙ্কার রেটিং সমান (২৩১)। রেটিং সমান শীর্ষে থাকা ভারত আর দুইয়ে থাকা ইংল্যান্ডেরও (২৬৯)।

এদিকে বাংলাদেশ নেমে গেছে দশে। এমনটা হওয়ারই কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নাজেহাল অবস্থা ছিল বাংলাদেশের। অপরদিকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ফলে র‍্যাঙ্কিংয়ে যে অবনতি হবে, তা বোঝাই যাচ্ছিল।

র‍্যাঙ্কিংয়ে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে যথাক্রমে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান আছে যথাক্রমে সাত ও আটে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট