চট্টগ্রাম শুক্রবার, ১০ মে, ২০২৪

সর্বশেষ:

পিএসজিতেই যাচ্ছেন মেসি!

স্পোর্টস ডেস্ক

৭ আগস্ট, ২০২১ | ৪:৪৯ অপরাহ্ণ

লিওনেল মেসি আর বার্সেলোনার নন, গত ক’দিনে এ সত্যটা জানা হয়ে গেছে সবার। তাহলে কোথায় পাড়ি জমাচ্ছেন মর্তের সেরা এই ফুটবলার? কেউ বলছেন ম্যান সিটি, কেউ আবার যোগ করছেন আর্সেনাল এমনকি ইন্টার মিলানের নামও। তবে জোর আলোচনা হচ্ছে পিএসজিকে নিয়ে। এর অন্যতম কারণ, সেখানে আছেন বন্ধু নেইমার।

এদিকে, পিএসজির মালিক কাতারের আমির নাসির আল খেলাইফির ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল-থানির বক্তব্যের সূত্র ধরে জানা যাচ্ছে- মেসির পিএসজিতে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। যে কোন মুহূর্তেই আসতে পারে ঘোষণা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মেসির পিএসজির জার্সি পরিহিত এক ছবি পোস্ট করে খলিফা আল-থানি ক্যাপশনে লিখেছেন, ‘আলোচনা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন এবং ঘোষণা পরে আসবে।’

লিওনেল মেসি ২১ বছর আগে ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। গত ১৭ বছর ধরে খেলেছেন ক্লাবের জার্সিতে। এ সময়ের মধ্যে বার্সেলোনার জার্সিতে ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২ গোল করেছেন। ১০বার জয় করেছেন লা লিগা। ৭বার জিতেছেন কোপা ডেল রে। এ ছাড়া ৪বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ৩বার উয়েফা সুপারকাপ, ৩বার ফিফা ক্লাব বিশ্বকাপ ও ৭বার স্প্যানিশ সুপারকাপ জয় করেছেন মেসি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট