চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৪৮ দলের পরিকল্পনা থেকে সরে এলো ফিফা

২৪ মে, ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ

২০২২ কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলসংখ্যা ৩২ থেকে ৪৮ করার পরিকল্পনা থেকে সরে এল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা। গত বছর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ করার বিষয়টি ২০২৬ সাল থেকে এগিয়ে ২০২২ সালে আনা হতে পারে। তবে কাতার বাদে আর কোনো সহযোগী দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে না বিধায়, এই পরিকল্পনা বাদ দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের গভর্নিং বডির দীর্ঘ এক সভা শেষে জানানো হয়, ৪৮ দেশের অংশগ্রহণে কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। তবে ফিফা মনে করছে, এখন এই বিষয়টি নিয়ে না এগোনই ভালো। কারণ পরিকল্পনাটি বাস্তবায়ন করার মতো যথেষ্ট সময় নেই তাদের। এদিকে কাতার বিশ্বকাপের অয়োজকরা জানিয়েছেন, ২০২২ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা সাদরে গ্রহণ করা হয়েছিল। টুর্নামেন্ট শুরু হতে এখনও সাড়ে তিনবছর বাকি আছে। ৩২ টি দেশের অংশগ্রহণে এ যাবতকালের সবচেয়ে ভালো বিশ্বকাপ আয়োজনের জন্য কাতার বদ্ধপরিকর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট