চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

ইস্পি আন্তঃস্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট শুরু

এল এল খান ও রাউজান সালামতউল্লাহ সেমিফাইনালে

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১১ মার্চ, ২০২০ | ১:৫৩ পূর্বাহ্ণ

সারাদেশে ফুটবলকে ছড়িয়ে দেবার লক্ষ্যে ইস্পাহানি ফুডস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ৬ষ্ঠ “ইস্পি আন্ত:স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট গতকাল থেকে প্রথমবারের মতো চট্টগ্রামের নগরীর সিআরবি মাঠে শুরু হয়েছে। প্রথম দিনেই ‘এ’ গ্রুপের ১৫টি খেলার মাধ্যমে এ এল খান হাই স্কুল ও রাউজান সালামতউল্লাহ হাই স্কুল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আজ বি গ্রুপের ১৫ টি খেলা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি। এ সময় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র, এম এম ইস্পাহানি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান, ইস্পাহানি অব কোম্পানিজের মার্কেটিং ম্যানেজার সামিলা হক অর্চনা, ম্যানেজার (কর্পোরেট এ্যাফেশার্স) আব্দুল্লাহ আল মামুন ও ক্লাউড মার্কম’র সিইও আরাফাত শাওনসহ সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে গতকাল অনুষ্ঠিত ১৫টি খেলার মধ্যে এ এল খান হাই স্কুল ও রাউজান সালামতউল্লাহ হাই স্কুলের মধ্যেকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। অন্যান্য খেলার মধ্যে এ এল খান হাই স্কুল ৫-০ গোলে সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ, ২-০ গোলে রেলওয়ে স্টেশন কলোনি হাই স্কুল এবং ৩-০ গোলে কলেজিয়েট স্কুলকে পরাজিত করে। এছাড়া অন্যান্য খেলায় এ এল খান ১-৪ গোলে বিএন স্কুল এন্ড কলেজের কাছে পরাজিত হয়। এছাড়া রাউজান সালামতউল্লাহ হাই স্কুল ৩-১ গোলে কলেজিয়েট স্কুল, ১-০ গোলে বিএন স্কুল এন্ড কলেজ ও ৪-০ গোলে সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজকে হারিয়ে দেয়। এছাড়া দলটি রেলওয়ে স্টেশন কলোনি হাই স্কুলের সাথে গোলশুন্য (০-০) ড্র করে। আজ বি গ্রুপে জে এম সেন হাই স্কুল, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, রেলওয়ে পাবলিক হাই স্কুল, নাসিরাবাদ গভ: হাই স্কুল, বাকলিয়া গভ: হাই স্কুল ও ইস্পাহানি পাবলিক হাই স্কুল এন্ড কলেজ পরস্পরের বিরুদ্ধে মোকাবেলা করবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট