চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

গাঙ্গুলির চোখে চার সেমিফাইনালিস্ট

২৭ এপ্রিল, ২০১৯ | ২:০৭ পূর্বাহ্ণ

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সেমিফাইনালে খেলবে বলে মনে করেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ইতোমধ্যে বিশ্বকাপের জন্য ১০ দেশের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। আর এখন চলছে দলগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষন। শক্তি-সাম্প্রতিক ফর্ম-দলের ভারসাম্যের বিচারে কোন দলগুলো শেষ চারে যেতে পারে, এই নিয়ে অনেকেই মন্তব্য করছেন। এবার সেই তালিকায় যোগ দিয়ে নিজের অভিমত জানালেন গাঙ্গুলী। তিনি বলেন, ‘প্রত্যকটিই দলই বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। আমার মতে, এবারের বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিবে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ভারত-পাকিস্তান-ইংল্যান্ড গেল কয়েক বছর ধরেই ভালো ক্রিকেট খেলছে। অস্ট্রেলিয়ার মাঝে খারাপ সময় গেলেও, দারুনভাবে ঘুড়ে দাড়িয়েছে অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপের ফরম্যাটই সম্ভবত সেরা। একে-অপরের সঙ্গে সবগুলো দলই লিগ পর্বে খেলবে। সেরা চার দলই সেমিফাইনালে উঠবে। এবারের আসরে কোনো সহজ প্রতিপক্ষ নেই।’ ২০০৩ সালের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন গাঙ্গুলী। এবার ভারতের নেতৃত্বে আছেন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তার নেতৃত্বে ভারত অনেক বেশি শক্তিশালী বলে মনে করেন গাঙ্গুলি।

শেয়ার করুন