চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কলাপাতায় মোড়ানো চিকেন কাবাব

ইশরাত জাহান

১৩ নভেম্বর, ২০১৯ | ৫:০৭ পূর্বাহ্ণ

যা যা লাগবে : বুকের দিকের বোনলেস চিকেন, কাজুবাদাম বাটা, লেবুর রস, কিসমিস, মাওয়া, চিজ, আধ চামচ এলাচ গুঁড়ো, প্রয়োজন মত আদা-রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ ও মরিচ গুঁড়ো, আধ চা চামচ চিকেন মসলা ও বিট লবণ, গোলমরিচ, সাজানোর জন্য কলাপাতা ও সুতা।
যেভাবে তৈরি করবেন : প্রথমে কাবাবের আকারে কেটে রাখা বোনলেস মাংসের গায়ে আদা-রসুন পেস্ট, লেবুর রস, স্বাদ অনুযায়ী লবণ মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এরপর কাজুবাদাম বাটা, কিসমিস, মাওয়া, এলাচ গুঁড়ো চিজ, চিকেন মসলা খুব ভালভাবে মিশিয়ে দিন মাংসে।এবার প্রতিটি টুকরো মাংসকে আলাদা আলাদা করে তিন দিক কলাপাতায় জড়িয়ে সুতা দিয়ে বেঁধে চুলায় ঝলসে রোস্ট করে তার ওপর বিট লবণ ও গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন এই কলাপাতায় চিকেন কাবাব।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট