চট্টগ্রাম সোমবার, ১৩ মে, ২০২৪

সর্বশেষ:

রুটি কেনায়

২১ আগস্ট, ২০১৯ | ১২:৫৮ পূর্বাহ্ণ

যা যা লাগবে : ময়দা ২ কাপ, লবণ আধা চা-চামচ, পানি পৌনে এক কাপ, তেল ১ কাপ।
যেভাবে তৈরি করবেন : লবণ পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। বাটিতে ময়দা নিয়ে লবণ-পানি দিয়ে ভালো করে মথে ডো বানিয়ে নিন। হাতে তেল লাগিয়ে ডো বলের আকারে বানিয়ে নিন। এবার ১ কাপ তেলে ডুবিয়ে সাত-আট ঘণ্টা ঢেকে রাখুন। এবার ডো চার ভাগ করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিনার প্লেটের মতো বড় ও কাগজের মতো পাতলা করে নিন। রুটির ওপর তেল লাগিয়ে চার ভাঁজ করে গরম তাওয়ায় ভেজে নিয়ে, গরম অবস্থায় দুই ধার থেকে ধরে চাপড়িয়ে ভেতরের গরম বাতাস বের করে দিন। গরম পরোটা রান্না করা মাংসের সঙ্গে পরিবেশন করতে পারেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট