চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

সোশ্যাল প্লাটফর্মে ‘টাইম পাস’ নয় ‘লাইফ পাস’

১৫ আগস্ট, ২০২২ | ১:২০ অপরাহ্ণ

সোশ্যাল প্লাটফর্মে শুধুমাত্র ‘টাইম পাস’ করার জন্য যদি আসেন তাহলে এটা আপনার ‘টাইম পাস’ করাতে করাতে ‘লাইফই পাস’ করিয়ে দেবে। নজর দিন এবং হিসাব করুন কতক্ষণ সোশ্যাল প্লাটফর্মে কাটাচ্ছেন। যে সময়টুকু শুধুমাত্র টাইম পাস এর জন্য অপচয় হচ্ছে, মনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে সেই সময়টুকু বাঁচান এবং আত্ম উন্নয়নে বিনিয়োগ করুন। কঠিন একটা সময় পার করছি আমরা। অবশ্যই এটা আমরা এক সময় পার হয়ে যাব, ইনশাআল্লাহ! সৎভাবে আয়ের দ্বিতীয় বা তৃতীয় কোন পথ তৈরি করা যায় কিনা ভাবুন। সেই ভাবনার জন্যও নিজের সাথে নিজের সময় কাটানো দরকার।

১৮ কোটি মানুষের দেশে ১৮০০ রকম সেবা দেয়ার কায়দা আছে। আপনার বিদ্যা, বুদ্ধি, শ্রম এবং সততা দিয়ে মানুষকে উপকার করার, সেবা দেয়ার কোন কায়দা যেটা আপনার সামর্থের মধ্যে সম্ভব সেটি খুঁজে বের করুন। দেখবেন এটা এক সময় আপনার অন্যতম সহায়ক শক্তি হয়ে যাবে, ইনশাআল্লাহ। আল্লাহ মানুষের নিয়ত আর চেষ্টা দেখেন এবং সেটার উপরে নির্ভর করে আসে আল্লাহর রহমত। কিন্তু সবকিছুর জন্য সবার আগে দরকার একা হওয়া, নিজের সাথে নিজে বসার সময় খুঁজে বের করা এবং সেটি খুব সহজেই সম্ভব যদি সোশ্যাল প্লাটফর্মে টাইমপাসের সময়টুকু বাঁচানো যায়। সবার জন্য অনেক অনেক দোয়া।

লেখক : শিক্ষক, কোচ
এডমন্টন, কানাডা

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট