চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কেউ কুড়িতে বুড়ি কেউ আশিতে কুড়ি

ফেরদৌসী বিকন

৯ এপ্রিল, ২০২১ | ৩:২২ অপরাহ্ণ

মানুষ বুড়ো হয়, এই কনসেপ্ট আমি বুঝিনা। বুড়োতো হয় মানুষের শরীর। শরীর মানুষের বাহ্যিক আবরণ মাত্র। সময়ের সাথে মানুষের শরীর ক্ষয় হয়, কিন্তু শরীরের উর্ধ্বে যে অশরীরী, সে তো চিরকাল অক্ষয় থাকে। যা অক্ষয় তাঁকে বাদ দিয়ে, যা ক্ষয় হয় আমরা তাঁকে বিচার করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের উপর আমাদের এই অবিচার!

আমরা রাজনীতি করি ক্ষমতার স্বার্থে, দেশ বা জনগণের মঙ্গলের স্বার্থে নয়। শিক্ষা অর্জন করি চাকরি পেতে, জ্ঞান অর্জনের মাধ্যমে আত্মবিকাশের জন্য নয়। শিল্পী আর শিল্পের মূল্যায়ন করি অবস্থান আর জনপ্রিয়তা দিয়ে, শীল্পের মূল্যবোধ, শিল্পীর সৃজনশীলতা দিয়ে নয়। প্রেমিকের বিচার করি যোগ্যতা দিয়ে, প্রেম- ভালোবাসা দিয়ে নয়। স্বামী, সন্তানের বিচার করি ভবিষ্যৎ নিরাপত্তার ভিত্তিতে, আদর্শ, নৈতিকতা, মনুষত্ববোধ বা দায়িত্ববোধের ভিত্তিতে নয়। স্ত্রী বা প্রেমিকার বিচার করি রুপ দিয়ে, গুণ দিয়ে নয়। মানুষের যৌবন বিচার করি শারীরিক বয়স আর বাহ্যিক সৌন্দর্যের ভিত্তিতে, মানসিক বয়স অথবা অন্তরের সৌন্দর্যের ভিত্তিতে নয়।

জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের উপর আমাদের এই নির্বুদ্ধিতা! অথচ কতো মানুষ কুড়িতে বুড়ি, আবার কতো মানুষ আশিতেও কুড়ি।

লেখিকা: ফেরদৌসী বিকন, আয়ারল্যান্ড প্রবাসী

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট