চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সানিয়াতুল বিদা

২৯ মে, ২০১৯ | ২:৫৮ পূর্বাহ্ণ

মদিনাবাসী মহানবী (সা.)-এর শুভাগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। প্রতিদিন তাঁরা মদিনার বাইরে প্রতীক্ষায় থাকতেন। যে দিন তাঁর আগমন হয় সে দিন সবাই পুলকিত হৃদয়ে তাঁকে সাদর সম্ভাষণ জানান। যে স্থানটিতে তারা মহানবী (সা.)-এর জন্য অপেক্ষা করছিল তার নাম সানিয়াতুল বিদা। হিজরতের সময় কুবা হতে মদিনার প্রবেশ পথে, যেখানে দাঁড়িয়ে মদিনার সর্বস্তরের জনগণ মহানবী (সা.)- কে অভ্যর্থনা জ্ঞাপন করেন। তারা গাইতে থাকেন ‘তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা’ যে গানে তাদের হৃদয়ের সমস্ত আবেগ ঝরে পড়ে। দুঃখ ভারাক্রান্ত নবীর হৃদয় সহসা যেন আনন্দে উদ্বেলিত হয়ে উঠে। পৃথিবীর সর্বাধিক গীত এ বিখ্যাত গানের কলি ‘সানিয়াতুল বিদা থেকে এ স্থানটির নামকরণ করা হয়। এটি মদিনার প্রাচিরের বাইরে অবস্থিত।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট