চট্টগ্রাম শুক্রবার, ১০ মে, ২০২৪

সর্বশেষ:

বিতর্কিত ওসি মোয়াজ্জেমকে চান না রংপুরবাসী

অনলাইন ডেস্ক

১১ মে, ২০১৯ | ৩:২২ অপরাহ্ণ

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িত বিতর্কিত ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রংপুরবাসী।
শুক্রবার (১০ মে) তাকে রংপুর ডিআইজি অফিসে সংযুক্তির খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ আড্ডায়, গল্পে এর প্রতিবাদ জানাচ্ছেন রংপুরবাসী। এমন আদেশের কারণে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পুণ্যভূমি রংপুরে নুসরাত হত্যায় ‘সাহায্যকারী’ মোয়াজ্জেমের ঠাঁই হবে না বলে ঘোষণা দিয়েছেন রংপুরের সচেতনমহল। এ আদেশ ফিরিয়ে নেয়া না হলে মানববন্ধন-সমাবেশসহ আন্দোলনের হুমকি দিয়েছেন সচেতন নাগরিকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও নারী অধিকার সংগঠন। রংপুরে ঝাড়ু ও জুতা মিছিল করারও ঘোষণা দিয়েছেন কেউ কেউ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হাজারো স্ট্যাটাস দিয়ে এই আদেশের প্রতিবাদ জানাচ্ছে রংপুরবাসী। ফেসবুকে পাওয়া এ সংক্রান্ত কয়েকটি স্ট্যাটাস তুলে ধরা হলো-
মিজানুর রহমান তুহিন নামে রংপুরের এক জনপ্রতিনিধি তার ফেসবুকে লিখেছেন, ‘রোকেয়ার পুণ্যভূমি রংপুর। নারী লাঞ্ছনাকারী ওই কলঙ্কিত ওসি মোয়াজ্জেম রংপুর এসেছে। প্রশাসনের উচ্চপদস্থদের কাছে আমাদের অনুরোধ, আমরা রংপুরবাসী তাকে রংপুর বিভাগে দেখতে চাই না। দয়া করে আপনারা মহিয়সী নারী বেগম রোকেয়ার রংপুরকে নোংরাদের এনে কলঙ্কিত করবেন না ‘
রেজাউল করিম নামে একজন লিখেছেন- ‘নুসরাত হত্যার প্ররোচণা দেয়া ওসি মোয়াজ্জেমকে রংপুরে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। আমি রংপুরবাসী হিসেবে রংপুরের মাটিতে তার বদলির নিন্দা ও প্রতিবাদ করছি।’
আলমগীর শাহ নামে একজন লিখেছেন, ‘ওসি মোয়াজ্জেমকে রংপুরে বদলির প্রতিবাদে শনিবার (১১ মে) সকাল ১০টায় পায়রা চত্বর থেকে ঝাড়ু ও জুতা মিছিল বের করা হবে। আপনিও আসুন অথবা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করুন।’
রংপুরের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এমন হাজারো স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এ আদেশের।
প্রসঙ্গত, ৬ এপ্রিল নুসরাতকে পরিকল্পিতভাবে পুড়িয়ে হত্যা করা হয়। অধ্যক্ষ সিরাজ উদদৌলার নির্দেশনায় হত্যাকাণ্ডের পেছনে সংশ্লিষ্টদের নামের তালিকায় ছিলেন সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন। এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট