২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তে এসে প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক গতি লক্ষ করা যাচ্ছে। চলতি জুন মাসের ১ থেকে ২৮ তারিখ পর্যন্ত দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২,৫৩৯ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে (১-২৮ জুন ২০২৪) পাঠানো ২,৩৭২ মিলিয়ন ডলারের চেয়ে ৭.১ শতাংশ বেশি।
রবিবার (২৯ জুন) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, শুধু গত তিন দিনে (২৬ থেকে ২৮ জুন) পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৬৪ মিলিয়ন মার্কিন ডলার, যা মাসের শেষভাগে আরও প্রবাহ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যসহ প্রধান শ্রমবাজারগুলোতে বাংলাদেশি কর্মীদের নিয়োগ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে সরকার ও বাংলাদেশ ব্যাংকের যুগপৎ পদক্ষেপ এবং রেমিট্যান্স প্রেরণে ডিজিটাল চ্যানেলের ব্যবহার বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ