চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

পিপিপি বিভাগীয় সম্মেলন: নতুন বিনিয়োগ সম্ভাবনার দুয়ার উন্মোচন

পিপিপি বিভাগীয় সম্মেলন: নতুন বিনিয়োগ সম্ভাবনার দুয়ার উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন, ২০২৫ | ১:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের উদ্যোগে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে এক সফল পিপিপি বিভাগীয় সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম, সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মিসেস হোসনা আফরোজ, আরও বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার পারভেজ রায়হান।

 

সম্মেলনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, বিনিয়োগকারী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। তারা পিপিপি খাতে সম্ভাব্য বিনিয়োগের সুযোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

 

আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় বগুড়ায় অবস্থিত পরিত্যক্ত চিনি কলসমূহের বিস্তীর্ণ ভূমির সম্ভাব্য বিনিয়োগ ক্ষেত্র হিসেবে ব্যবহারের সম্ভাবনা, যা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

এছাড়াও পিপিপি মডেলে সফলভাবে রূপান্তরিত বজ্রকলের (টেক্সটাইল মিলস) অভিজ্ঞতা সকল অংশগ্রহণকারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠে।

 

সেমিনারে বৃহৎ ও ক্ষুদ্র উভয় ধরনের পিপিপি প্রকল্প নিয়ে বিশদ আলোচনা হয়, যা দেশের সকল অঞ্চলে পিপিপি বাস্তবায়নের সম্ভাবনাকে আরও জোরালো করে তোলে।

 

এই বিভাগীয় সম্মেলন ছিল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা স্থানীয় পর্যায়ে পিপিপি ভিত্তিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং সরকার-বেসরকারি অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট