চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪

গণমাধ্যমকে হুমকি দিলে ব্যবস্থা নেবে সরকার

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৪ | ১১:৫৪ অপরাহ্ণ

সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমকে হুমকি ও ঘেরাও করার ঘোষণার তথ্যে নিন্দা জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সেরকম কিছু ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বৃহস্পতিবার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি বাংলাদেশের কয়েকটি মিডিয়াকে হুমকি প্রদানসহ ঘেরাওয়ের ঘোষণার বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অবহিত হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্য হল- বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে।

“মিডিয়াকে হুমকি দেওয়াসহ ঘেরাওয়ের ঘোষণায় মন্ত্রণালয় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট