চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

হারিকেন বেরিল : টেক্সাসে বিদ্যুতহীন ২৭ লাখ মানুষ, বাতিল ১৩০০ ফ্লাইট

অনলাইন ডেস্ক

৯ জুলাই, ২০২৪ | ৮:৩০ অপরাহ্ণ

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বেরিলের প্রভাবে সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব টেক্সাসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এতে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের ২৭ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাতিল হয়েছে ১ হাজার ৩০০টির বেশি ফ্লাইট। খবর এনবিসি নিউজের

 

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, হারিকেন বেরিলকে আটলান্টিক মহাসাগরে চলতি মৌসুমের প্রথম পাঁচ মাত্রার (অতি বিপজ্জনক) হারিকেন হিসেবে রেকর্ড করা হয়েছে। টেক্সাসের উপকূলীয় শহর মাতাগার্দায় আঘাত আনার পর এটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। তবে এটি টেক্সাস, লুইজিয়ানা ও আরকান্সে টর্নেডোয় রূপ নিতে পারে।

 

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, গতকাল হুস্টনে পৃথক ঘটনায় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে ৫৩ বছরের এক বৃদ্ধ ও ৭৪ বছরের এক বৃদ্ধা চাপা পড়ে মারা যান। এ ছাড়া পাতালপথ দিয়ে কাজে যাওয়ার সময় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়।টেক্সাস পাবলিক ইউটিলিটি কমিশনের চেয়ার থমাস গ্লিসন বলেন, উদ্ধারকর্মীরা এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। সেখানে বিদ্যুৎ-সংযোগ ঠিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। 

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট