চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ডুবতে থাকা জাহাজ থেকে ১৩ নাবিককে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক

১ অক্টোবর, ২০২৩ | ৯:১৯ অপরাহ্ণ

আবহাওয়া অধিদপ্তরের সতর্ক সংকেত উপেক্ষা করে উত্তাল সাগরে গিয়ে ডুবতে থাকা ‘এমভি হুমাইরা’ নামে একটি লাইটার জাহাজের ১৩ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার মধ্যরাতে গভীর সাগর থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম উপকূলে ফিরিয়ে আনে কোস্টগার্ডের ‘সবুজ বাংলা’ নামে একটি জাহাজ।

রোববার কোস্টগার্ডের সদর দপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত উপেক্ষা করে শনিবার সকালে ৭৫০ মেট্রিক টন কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে এমভি হুমাইরা নামে একটি লাইটার জাহাজ। এক পর্যায়ে উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে জাহাজের তলা ফুটো হয়ে পানি ঢুকতে থাকে। এতে জাহাজটি ডুবে যাবার উপক্রম হলে সেটিকে ভাসানচরে নিয়ে নোঙ্গর করা হয়। সেখানে নোঙ্গরের পর নাবিকরা ফোন করে কোস্টগার্ডের সহযোগিতা চায়। এরপর কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ‘সবুজ বাংলা’ জাহাজের ১৩ জন নাবিককে জীবিত উদ্ধার করেন। উদ্ধারের সময় জাহাজটি প্রায় ডুবন্ত অবস্থায় ছিল।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট