চট্টগ্রাম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

টিএসসিতে গাছ পড়ে রিকশাচালকের মৃত্যু, আহত ১

অনলাইন ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:০৫ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বুদ্ধ নারিকেল গাছের একটি অংশ ভেঙ্গে পড়ে শফিকুল ইসলাম নামে একজন রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হন।

 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলের পর বৃষ্টির মধ্যে টিএসসিতে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম ওয়াহিদা আক্তার। তিনি চারুকলা অনুষদের তৃতীয় বর্ষ ও শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী।

 

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আজ বিকেলে বৃষ্টির মধ্যে টিএসসিতে একটি বড় গাছ ভেঙে রাস্তার ওপরে পড়ে। এ সময় নিচ দিয়ে একটি রিকশা যাচ্ছিল। গাছটি ভেঙে রিকশার ওপর পড়লে দুজন যাত্রীসহ চালক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে রিকশাচালককে মৃত ঘোষণা করা হয়।

 

প্রত্যক্ষদর্শী জানান, বৃষ্টি শুরু হওয়ার পর যখন বাতাস হচ্ছিল তখনি গাছের ওপরের দিকের অংশ হতে গাছের বড় একটি অংশ ভেঙে পরে। এ সময় একটি রিকশা বৃষ্টি শুরু হওয়ায় তার যাত্রীকে প্লাস্টিক দিতে এখানে এসে দাড়ালেই গাছের অংশটি ভেঙে পরে এবং তিনি মারাত্মক আহত হন।

 

এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও আহত হয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান। আহত শিক্ষার্থীর নাম ওয়াহিদা। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৃতীয় বর্ষ ও শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী। তবে তিনি গুরুতর আহত হননি বলে জানান প্রক্টর।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট