চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

হজ শেষে দেশে ফিরেছেন ৩৩৬২৭ জন হাজি

অনলাইন ডেস্ক

১০ জুলাই, ২০২৩ | ১১:১৮ পূর্বাহ্ণ

সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন ৩৩ হাজার ৬২৭ জন হাজি। গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ৮৮টি হজ ফ্লাইটে (সবশেষ তথ্য) তারা দেশে ফিরেছেন।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৬ জন হাজি মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ রোববার (৯ জুলাই) মারা গেছেন ৫ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ৮৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৬টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১৯টি।

অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৬ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৭২ জন পুরুষ ও ২৪ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮০ জন, মদিনায় ৫, জেদ্দা ১, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট