চট্টগ্রাম শুক্রবার, ১০ মে, ২০২৪

সর্বশেষ:

১২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৩ | ৯:২৬ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হলেন ৪২৪ জন ডেঙ্গুরোগী। তবে একই সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, নতুন করে আক্রান্তদের পাঁচজন ঢাকার এবং বাকি সাতজন অন্যান্য জেলার বাসিন্দা। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৩ জন ডেঙ্গুরোগী।

২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। পরবর্তীতে ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। তবে গতবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ২৮১ জন মারা যান।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট