চট্টগ্রাম শুক্রবার, ১০ মে, ২০২৪

সর্বশেষ:

প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রতিবন্ধীদের ১১৪ পদ সংরক্ষণের নির্দেশ

অনলাইন ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৩ | ৯:৫৭ অপরাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রতিবন্ধীদের ১১৪টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় প্রতিবন্ধী কোটায় তাদের কেন নিয়োগ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিচারপতি কেএম কামরুল কাদের ও মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

শুনানিতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে, ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগে বিভিন্ন জেলার মোট ১১৪ জন প্রতিবন্ধী প্রার্থীকে নিয়োগ না দেওয়ার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে রিট করেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক-কে বিবাদী করা হয়েছে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট