চট্টগ্রাম শনিবার, ১১ মে, ২০২৪

সর্বশেষ:

বিএনপি নেতাদের জন্য টিকার এক্সট্রা ডোজ রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৩ | ২:০৭ অপরাহ্ণ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দিয়েছে, এখন বিএনপি নেতাদের জন্য এক্সট্রা ডোজ রাখা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার করোনাভাইরাসের তিনটা টিকা দিয়েছে। প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ, এখন এক্সট্রা ডোজও একটা দিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর বাবু, মির্জা আব্বাসসহ ওদের নেতাদের জন্য আমরা এক্সট্রা ডোজও রেখেছি, আপনারা এক্সট্রা ডোজ নেন। আপনারা সুস্থ থাকুন, সরকারের সমালোচনা করুন। কিন্তু দেশে অশান্তি সৃষ্টি করবেন না। তাহলে দেশের মানুষ প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, ‘জেল থেকে বের হওয়ার পরে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের সুর পাল্টেছে। এখন বলছেন, তারা সরকারকে ধাক্কা দিতে চান না। ধাক্কা দিতে গিয়ে তারা (বিএনপি) নিজেরাই পড়ে গেছে। সেজন্য এখন লাইনে এসেছেন। পদ্মাসেতুর বিরোধীতা করে এখন তারা গোপনে সেতুর ওপারে গিয়ে বক্তৃতা দেয়। করোনা টিকার বিরুদ্ধেও অপবাদ দিয়ে গোপনে টিকা নিয়েছিলেন। মেট্রোরেলে সমগ্র বাংলাদেশ খুশি। কিন্তু পত্রপত্রিকায় দেখেছেন, বিএনপির এটা ভালো লাগে না। এখন আমরা অপেক্ষায় আছি কখন আপনারা মেট্রোরেলে চড়বেন।‘

উল্লেখ্য, বিএনপিসহ সমমনা দলগুলো আজ যুগপৎভাবে সারাদেশ বিক্ষোভ সমাবেশ করছে। তাদের কর্মসূচি থেকে সহিংসতা হতে পারে দাবি করে রাজধানীতে অবস্থান ও সমাবেশ করছে আওয়ামী লীগ।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট