চট্টগ্রাম রবিবার, ১২ মে, ২০২৪

বাংলাদেশ ইরেনার কাউন্সিল সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৩ | ১১:৩৫ অপরাহ্ণ

নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি অর্থাৎ ইরেনার ২০২৩-২০২৪ মেয়াদে ২১ সদস্য বিষয়ক কাউন্সিলে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। দুবাইয়ের আবুধাবিতে অবস্থিত ইরেনার সদর দপ্তরে সংস্থাটির ১৩তম বার্ষিক অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

রবিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

 

ইরেনায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবু জাফরের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগসহ বাংলাদেশের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অধিবেশনে অংশ নেয়।

প্রতিনিধি দল অধিবেশনে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং এ লক্ষ্য অর্জনে ইরেনার সহযোগিতা ও বিনিয়োগ কামনা করেন।

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অপর একটি প্রতিনিধি দল অ্যাসেম্বলি সংশ্লিষ্ট লেজিসলেটিভ ফোরাম, পাবলিক প্রাইভেট ডায়ালগসহ বিভিন্ন সভায় যোগদান করে।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট