চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইউএই প্রতিনিধি

৭ মার্চ, ২০২২ | ১০:৩৭ অপরাহ্ণ

আবুধাবি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ মার্চ) স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটটি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেসিডেন্সিয়াল ফ্লাইট টার্মিনালে অবতরণ করে।

প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয় একটি সুসজ্জিত বাদক দল। এসময় ইউএই’র ইয়থ এফেয়ার্স মিনিস্টার ড. নূর আল ক্বাবিসহ উর্ধতন সরকারী কর্মকর্তাবৃন্দ, রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও মিসেস জাফর এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

জানা যায়, আজ থেকে ১২ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সরকারি সফরে আবুধাবি এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি ১১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় ভার্চুয়াল মিটিং এ আবুধাবি দুবাই ও রাস আল খাইমাহয় প্রবাসী বাংলাদেশীদের তিনটি পৃথক সমাবেশের উদ্দেশে বক্তব্য রাখবেন। প্রতিটি সমাবেশে কমপক্ষে একজন করে মন্ত্রী সশরীর উপস্থিতি থাকবে। আবুধাবির সমাবেশটি অনুষ্ঠিত হবে আবুধাবি ব্রেক ওয়াটারে অবস্থিত থিয়েটার হলে।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট