চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে তামিমার প্রথম স্বামীর মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

পূর্বকোণ ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২১ | ৮:০৬ অপরাহ্ণ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তামিমার প্রথম স্বামী রাকিব হাসান। বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত।

হাসানের আইনজীবী ইশরাত হাসান জানান, আদালত ‘তামিমা সুলতানার স্বামী’ রাকিব হাসানের জবানবন্দী গ্রহণ করেছেন এবং মার্চের ৩০ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে পিবিআইকে। রাকিব হাসান ও তামিমা সুলতানা ২০১১ সালের ২৬শে ফেব্রুয়ারি তিন লাখ এক টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় যার বয়স এখন আট বছর।

রাকিকের অভিযোগ, তাকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) তিনি করেছিলেন।পেশায় কেবিন ক্রু তামিমা সুলতানা ১০ই মার্চ ২০২০ সালে সৌদি আরবে গিয়ে করোনার কারণে আর দেশে ফিরতে পারেননি। তিনি বলেন, গত ১৪ই ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমা সুলতানার ‘কথিত বিবাহের’ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা  নজরে আসে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট