চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ল ট্রাক, প্রাণ গেল বাবা-মেয়ের

অনলাইন ডেস্ক

৬ ফেব্রুয়ারি, ২০২১ | ২:৪২ অপরাহ্ণ

রাতের খাবার খাচ্ছিলেন দিনমজুর শাহ বাবু। হঠাৎ সিমেন্ট বোঝাই একটি ট্রাক তার ঘরে ঢুকে পড়ে। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান শাহ বাবু ও তার কন্যা বৃষ্টি খাতুন (১২)। আহত হন তার স্ত্রী লাকী খাতুন (৩২) ও ছেলে সাগর (১০)। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে পাবনার সাঁথিয়া উপজেলায় এই ঘটনা ঘটে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘শাহ বাবু সপরিবারে পাবনার সাথিয়া উপজেলার ভিটেপাড়ায় রাস্তার পাশে টিনশেড বাড়িতে বসবাস করতেন। গত রাতে নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক সিরাজগঞ্জের বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ভিটাপাড়ায় পৌঁছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে শাহ বাবুর টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে।’ ‘সে সময় তারা রাতের খাবার খাচ্ছিলেন। ট্রাকচাপায় শাহ বাবু ও তার মেয়ে বৃষ্টির ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাবুর স্ত্রী লাকী খাতুন ও ছেলে সাগর অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছেন’— বলেন আসাদুজ্জামান।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট