চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

চন্দনাইশ আইনজীবী সংসদের মিলন উৎসব

সংস্কৃতি

মো. দেলোয়ার হোসেন

৩১ আগস্ট, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

ঋতুরাজ বসন্তের পর ঋতুচক্রে চলছে এখন বর্ষাকাল। রূপময় ঋতুর সৌন্দর্যে উচাটন নাগরিক মন। তাই তো নানা আয়োজনে চলছে বর্ষার বন্দনা। বর্ষার রিমঝিম বৃষ্টির শব্দের মাঝে নগরীর রীমা কনভেনশন সেন্টারে গত ২৭ জুলাই শ্রাবণের সন্ধ্যায় কবিতা, গানের সুরে ও ছন্দে উদ্ভাসিত ছিল চন্দনাইশের আইনজীবী সমাজ ও তাদের পরিবারবর্গ। সৌন্দর্য ছড়ানো বর্ষার প্রতিচ্ছবি ছিল অনুষ্ঠান জুড়ে।

জাতীয় সংগীতের মাধ্যমে সন্ধ্যায় অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রথমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ বৈলতলীর কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোট, হাইকোট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ। সে-সাথে সেশন জজ, আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ চন্দনাইশ আইনজীবী সংসদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে সংগঠন ও চন্দনাইশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। সব শেষে মনোমুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃতি করেন টেলিভিশন শিল্পী এড. মিলি চৌধুরী। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই যাদু পরিবেশন করেন চন্দনাইশে যাদু শিল্পী শুভক বড়–য়া শুভ। পর পরই গান নিয়ে মঞ্চে আসেন রবীন্দ্র সংগীত শিল্পী এড. শুভাগত চৌধুরী। তিনি গাইলেন তুমি রবে নীরবে, চরণ ধরিতে দিয়োগো, আমি কান পেতে রই। এরপর মঞ্চে আসেন এড. অসীম শর্মা, তিনি গাইলেন ও ললিতা তোকে আজ চলে যেতে, সোনা বন্ধু তুই করলি দিওয়ানা। এরপর এড. পায়েল বড়–য়া গেয়ে উঠলেন সন্ধ্যা হলো ওগো, আমার আপনার চেয়ে, আমি অকৃতি অধম, তুমি নির্মল কর। সবশেষে মঞ্চে আসলেন শান্তা দাশ, প্রথমে গাইলেন অনেক বৃষ্টি ঝরে, মধুমালতীর, মধু হই হই বিষ খাওয়াইলা, কপি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আমার মাটির গাছে লাউ ধরেছে, আজি নতুন রতনেও আমরা এমনি এসে, আজি মধুরো বাসুরি বাঁজে, হারানো হিয়ার নিকুঞ্জ, ওগো নিঠুর দরদী, কে আবার বাঁশি বাজায়। এভাবে বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করার পর ভান্ডারী, হিন্দি গান পরিবেশনের মধ্যে দিয়ে মাঝ রাতে অনুষ্টানের ইতি টানা হয়। সম্পূর্ণ গানের অনুষ্ঠানে প্রবীণ আইনজীবী ষাটোর্ধ্বে ছৈয়দ জহিরুল ইসলাম সে তার পুরনো ঢঙে গিটার নিয়ে নাচ দেখিয়ে দর্শকদের মোহিত করেছেন। সংগীতানুষ্ঠানে মিউজিকে দায়িত্ব পালন করেন হিল্লোল দাশের নেতৃত্বে অডিও টেক মিউজিশিয়ান টিম। সব মিলিয়ে চন্দনাইশ আইনজীবী সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন জেলায় ও হাইকোটে কর্মরত আইনজীবী ও তাদের পরিবার পরিজনের মিলন মেলায় পরিণত হয়। দীর্ঘ ১৫ বছর পূর্বে চন্দনাইশের আইনজীবীরা এ সংগঠনটি প্রতিষ্টা করে বিভিন্ন সামাজিক কার্যক্রম করার পাশাপাশি জনকল্যাণমূলক কাজ করেছেন। দীর্ঘদিন পর এ প্রথম ১৫ তম প্রতিষ্টা বার্ষিকীতে এ আয়োজন সংগঠনটিকে আরো সমাদৃত করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট