চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আনন্দন সাংস্কৃতিক অঙ্গনের সংগীতানুষ্ঠান বৃদ্ধাশ্রম

যীশু সেন

১ ফেব্রুয়ারি, ২০২০ | ২:০৮ পূর্বাহ্ণ

বৃদ্ধাশ্রম নয়, পরিবার ও সন্তানই হোক বাবা মায়ের শেষ আশ্রয়স্থল। এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের বিশেষ আয়োজন সংগীতানুষ্ঠান ‘বৃদ্ধাশ্রম’। গত ১৭ নভেম্বর রবিবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা মাহাবুব-উল আলম চৌধুরীর সভাপতিত্বে আশরাফ মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানার ইনচার্জ অফিসার মোহাম্মদ মহসীন (পিপিএম)। স্বাগত বক্তব্য রাখেন আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের উপদেষ্টা মিসেস বৈশাখী মেন্ডিস। বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক তবলা শিল্পী লিটন মিত্র। আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বের শুরুতে বৃদ্ধাশ্রম নিয়ে প্রামাণ্য চিত্র। এরপর একক সংগীত পরিবেশন করেন শিল্পী রিতু বড়–য়ার কণ্ঠে ‘ও তোতা পাখিরে’, ‘আমার সাধ না মিটিলে’। শিল্পী প্রিয়াংকা দাশ পরিবেশন করেন ‘বিছানার পাশে পড়ে আছে’, ‘যতবার মাগো আমি তোমার’। শিল্পী তন্দ্রা সিংহ পরিবেশন করেন ‘আমার চেতনা চৈতন্য করে’, ‘একটা চাঁদ ছাড়া রাত’। শিল্পী লুপর্না মুৎসুদ্দী পরিবেশন করেন ‘পথের ক্লান্তি ভুলে’, ‘পুত্র এখন পয়সালা’। শিল্পী তাসনিম যারীন ইসমি পরিবেশন করেন ‘মাগো তোর কান্না আমি’, ‘সবাই বলো মা’। শিল্পী মিকাতুন জান্নাত পরিবেশন করেন ‘মধুর আমার মায়ের হাসি’, ‘যখন রাত্রি নিঝুম নেই’। শিল্পী মো. মহিউদ্দিন শাহীন পরিবেশন করেন ‘বড় আশা করে এসেছি’, ‘মাগো মা, ওগো মা’। শিল্পী মিতা নুর পরিবেশন করেন ‘মাগো আর তোমাকে’, ‘পৃথিবীর বুকে আমি’। শিল্পী অনন্যা সেন নিপা পরিবেশন করেন ‘জননী আমার তুমি পৃথিবী’, ‘ফিরে এসো মা’। শিল্পী সুকুমার দে পরিবেশন করেন ‘সাদা কাপড় পড়াইয়া’, ‘মায়ের কান্দন যাবত জীবন’। যন্ত্রে সহযোগিতায় ছিলেনÑ তবলায় লিটন মিত্র, কী-বোর্ডে রুমেল শীল ও নয়ন বিশ্বাস, একোষ্টিক গীটারে শুভ বড়–য়া, অক্টোপ্যাডে কুশলব শীল জুই, বেইজ গীটারে তন্ময় দত্ত, ঢোলকে শিবু জলদাস, বাঁশিতে মানিক কুমার দাস। সহযোগিতায়Ñ রণী ইলেকট্রিক। দর্শকদের হর্ষধ্বনিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন ও উচ্ছ্বসিত করতালি আর অভিনন্দনে সিক্ত হল শিল্পীরা এবং ‘বৃদ্ধাশ্রম’ শিরোনামে ১০ জন শিল্পী ২০টি গানের মনোমুগ্ধকর সংগীত অনুষ্ঠান ইতি টানা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট