চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বেলাশেষে

১০ অক্টোবর, ২০২১ | ১১:০৩ পূর্বাহ্ণ

হেঁটে হেঁটে পথ হলে শেষ
সূর্য ডোবার এলে ক্ষণ
জেনো সেটা পৃথিবীর রীতি
বিষাদে ঢেকোনা এই মন।

পথশেষে একা যেতে হয়
এইতো নিয়ম জীবনের
ফুল-চাঁদ-পাখি বা মানুষ
বেলাশেষে সাথী আঁধারের।

একদিন ভালবাসা ছিলো
সেটাকেই বুকে ধরে রেখো
মনে যদি পড়ে, মনে করো
তারপর ভুলে যেতে শেখো।

দীর্ঘশ্বাসের হাত ধরে
একদম হেঁটো নাকো পথ
স্মৃতিটুকু একপাশে রেখে
ভালবেসো জীবনের রথ।

কখনোবা একা লাগে যদি
বেদনাতে ভরো নাতো বুক
আমাদের ভালবাসাটুকু
ছুঁয়ে ছুঁয়ে যেও হাসিমুখ।

একদিন শেষ হলে পথ
সূর্যটা ডুবে যদি যায়-
কেঁদেকেটে নতমুখে নয়
পরিপাটি জানাবে বিদায়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট