চট্টগ্রাম শনিবার, ১১ মে, ২০২৪

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

নিজস্ব প্রতিবেদক 

২৬ মে, ২০২১ | ১২:৪২ অপরাহ্ণ

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। তবে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে গতবারের ন্যায় এবারও দিবসটি পালনে কোনো উৎসব হবে না।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা। প্রায় আড়াই হাজার বছর আগে এই তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতমবুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী কাননে। এ রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায়। এ ছাড়া গৌতমবুদ্ধের মৃত্যুও হয়েছিল এই রাতে। আর এ কারণেই এ তিথিকে বলা হয় ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা। এ ছাড়া

গৌতমবুদ্ধের জন্ম, মহাপ্রয়াণ ও বোধিলাভ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম বৈশাখী পূর্ণিমা। নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অন্তেবাসী (আবাসিক) বিমলানন্দ ভিক্ষু বলেন, করোনার কারণে গতবারের ন্যায় এবারও স্বাভাবিক নিয়মে শুধু বুদ্ধপূজা করা হবে। লোক সমাগম হয় এমন কিছুই করা হবে না। তবে মানুষ আসবে পূজা দিয়ে চলে যাবে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট