চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

চোখ জুড়ানো ঘুঘু

২৪ ডিসেম্বর, ২০১৯ | ৬:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের অতি পরিচিত পাখি ঘুঘু। আমাদের দেশে এই পাখি এখন গ্রামাঞ্চলেই দেখা যায়। ঘুঘু পাখি উড়তে পারে বেশ দ্রুত। লোকালয়ের কাছে বসবাস করলেও এরা আড়ালে থাকে। নিজেদের বাসা নিজেরাই তৈরি করতে পারে। ঘুঘু পাখি খুব সুন্দর সুরেলা কণ্ঠে ডাকতে পারে।

অনেক শিকারি ছোট খাঁচায় একটি ঘুঘু পাখি রেখে কোনো ঝোপে খাঁচাটি ফাঁদ পেতে লুকিয়ে রাখে। খাঁচার ঘুঘু সুরেলা কণ্ঠে ডাকতে থাকে।
সেই ডাক শুনে বনের ঘুঘু ফাঁদপাতা খাঁচায় ঢুকে আটকে যায়। এভাবে শিকারি ঘুঘু ধরে। বর্তমানে পাখি আইনে এটা দ-নীয়।
ঘুঘু পাখি দেখতে প্রায় কবুতরের মতো। এরা প্রায় ৩০ থেকে ৪২ সে.মি. লম্বা হয়। ঘুঘু পাখির লেজ বেশ লম্বা।

কোনো কোনোটির ডানায় ও লেজে কালো রং ও স্পষ্ট ২টি হলুদ ডোড়া দাগ রয়েছে। আবার কোনো কোনোটির লেজের নিচের রং হয় দারুচিনির মতো। ঘুঘুর দেহ ফ্যাকাসে ধূসর, বাদামি ও তামাটে রঙের হয়। ঘাড়ে বেগুনি প্রলেপ রয়েছে।

ঠোঁট বাদামি ও কালো। এদের প্রধান খাদ্য শস্যদানা। এছাড়াও খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন রকম ফল, বীজ ও গাছের কচিকুঁড়ি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট