চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

৩৬০০ পদে কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ

অনলাইন ডেস্ক

২১ জানুয়ারি, ২০২৪ | ৭:০৫ অপরাহ্ণ

৩ হাজার ৬০০ পদে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪টি জেলা থেকে সব মিলিয়ে ৩ হাজার ৬০ জন পুরুষ ও ৫৪০ জন নারী প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ অনলাইনে ১৯ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে (ন্যূনতম জিপিএ-২ দশমিক ৫)।

 

বৈবাহিক অবস্থা ও বয়সসীমা: প্রার্থীদের অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এছাড়া, বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর (৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী)।

 

শারীরিক যোগ্যতা: সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে (ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি)। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে (ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি)।

 

বুকের মাপ: পুরুষ প্রার্থীর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।

 

নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক: http://police.teletalk.com.bd

 

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট