চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

ইপসায় চাকরির সুযোগ: লোকবল নেবে ১৬২ জন

অনলাইন ডেস্ক

২৬ জুলাই, ২০২৩ | ১০:০২ অপরাহ্ণ

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) ১৬২ জন লোক নিয়োগ দিচ্ছে। সুবিধাবঞ্চিত ও প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর স্থানীয় বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার-এর যৌথ অর্থায়নে সিএইচটি (পার্বত্য চট্টগ্রাম) এলাকা ব্যতীত সারাদেশে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)”-প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এর তত্ত্বাবধানে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে।

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা), আন্তর্জাতিক যুব বর্ষ ১৯৮৫ সাল হতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ইপসা ২০২৩-২০২৭ইং মেয়াদে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” শীর্ষক প্রকল্পটি চট্টগ্রাম বিভাগের ৮টি, সিলেট বিভাগের ৪টি ও ঢাকা বিভাগের ৩টি জেলায় (মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ) দাতা সংস্থার আর্থিক ও কারিগরী সহায়তায় ইউএনডিপি এর মাধ্যমে বাস্তবায়ন করতে যাচ্ছে।

প্রকল্পের আওতায় নিম্নলিখিত পদসমূহের জন্য সৎ, পরিশ্রমী এবং অধূমপায়ী যোগ্য প্রার্থীরা প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদনপত্র পাঠাতে পারবেন।
১। ডিস্ট্রিক্ট ম্যানেজার-১৫ জন,
২। উপজেলা-কো-অর্ডিনেটর-১৩২ জন,
৩। প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিসটেন্ট-১৫ জন।

আবেদন সংক্রান্ত বিস্তারিত বিবরণ ও তথ্যাদি পেতে http://ypsa.org/job-opportunity www.bdjobs.com 4 যে কোন একটি ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। প্রদত্ত যোগ্যতা এবং অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রার্থীগণকে আগামী ০৭ আগষ্ট ২০২৩ইং তারিখ রোজ সোমবার এর মধ্যে হার্ড কপি “প্রধান নির্বাহী, ইপসা, বাড়ী#এফ ১০ (পি), রোড#১৩, ব্লক-বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম-৪২১২” বরাবরে ডাকযোগে/কুরিয়ারে/হাতে হাতে নির্ধারিত আবেদনপত্র বক্সে পৌছাতে হবে অথবা সফট কপি cv [email protected] ই-মেইলে অথবা bdjobs apply online এর মাধ্যমেও পাঠানো যাবে। সকল পদে সমযোগ্যতা থাকলে নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। নির্ধারিত সময়সীমার পরে কোন আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। ইপসা মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ।

আবেদনের শেষ তারিখ: ০৭ আগষ্ট ২০২৩

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট