চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

সিএমপি স্কুল এন্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক

২১ জুন, ২০২৩ | ১১:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম কর্তৃক পরিচালিত সিএমপি স্কুল এন্ড কলেজে ৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ ১৩ জুলাই ২০২৩ তারিখ উল্লেখিত ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন।

পদের নাম: উপধ্যক্ষ
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি/ সমমান এবং ০১-০৭-২০২৩ খ্রি. তারিখে বয়স অনূর্ধ্ব ৫০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে

পদের নাম: সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি এবং ০১-০৭-২০২৩ খ্রি. তারিখে বয়স অনূর্ধ্ব ৩৫ (পঁয়ত্রিশ) বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে

পদের নাম: সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা খণ্ডকালীন)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি এবং ০১-০৭-2023 খ্রি. তারিখে বয়স অনূর্ধ্ব ৩৫ (পঁয়ত্রিশ) বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে

শর্তাবলী:
১. প্রার্থীকে স্বহস্তে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে লিখিত আবেদন করতে হবে।
২. আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (সত্যায়িত) সংযুক্ত করতে হবে। ছবিসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র ১ম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
৩. ১নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ১,০০০/- (এক হাজার টাকা) এবং ২ ও ৩ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ৪০০/- (চারশত টাকা) অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট “সিএমপি স্কুল এন্ড কলেজ, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড”-এর অনুকূলে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
৪. সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৫. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
৬. সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এমএসওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টসহ আইসিটি বিষয়ে দক্ষতা থাকতে হবে।
৭. আবেদনপত্র আগামী ১৩/০৭/২০২৩ খ্রি. তারিখ বিকাল ১৬.০০ ঘটিকার মধ্যে অধ্যক্ষ, সিএমপি স্কুল এন্ড কলেজ, দামপাড়া পুলিশ লাইন্স, চট্টগ্রাম ঠিকানায় সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে। অবশ্যই খামের উপর আবেদিত পদের নাম উল্লেখ করতে হবে।
৮. প্রার্থীকে মোবাইল/ডাকযোগে/ই-মেইলের মাধ্যমে লিখিত/মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না ।
৯. অসম্পূর্ণ আবেদন অথবা উক্ত তারিখের পরে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। ১০. উল্লিখিত পদসমূহের বেতন প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল হতে প্রদান করা হবে। ১১. নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
(কৃষ্ণ পদ রায়, বিপিএম-বার, পিপিএম-বার)

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট