চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

৮২,০০০ টাকা বেতনে মার্কিন দূতাবাসে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটি

১৭ মে, ২০২৩ | ১১:৫২ পূর্বাহ্ণ

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান : মার্কিন দূতাবাস

বিভাগ : হিউম্যান রিসোর্স

পদ : হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট।

পদের সংখ্যা : ১টি।

শিক্ষাগত যোগ্যতা : বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সামাজিক বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিদেশি ডিগ্রি হলে দুই বছর মেয়াদি কলেজ/বিশ্ববিদ্যালয় ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা : কাস্টমার সার্ভিস/ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/ জেনারেল ম্যানেজমেন্ট/ অ্যাডমিনিস্ট্রেশনে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা : বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে। প্রার্থীদের মেডিকেল ও সিকিউরিটি সার্টিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।

বেতন : ৮২,০০০ টাকা।

কাজের ধরন : স্থায়ী

কর্মস্থল : ঢাকা

অন্যান্য সুযোগ-সুবিধা : সপ্তাহে দুই দিন ছুটিসহ মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে ক্লিক করুন https://erajobs.state.gov/dos-era/vacancy/viewVacancyDetail.hms?_ref=l0lwuld3pt0&returnToSearch=true&jnum=48331&orgId=157 এই লিংকে।

আবেদনের শেষ সময় : ২৯ মে ২০২৩।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট