চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

এক হাজার এসআই নেবে পুলিশ

অনলাইন ডেস্ক

৫ মে, ২০২৩ | ১১:৪৭ অপরাহ্ণ

উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শনিবার (৬ মে) ভোর থেকে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে চাকরির জন্য আবেদন করা যাবে।

এই ওয়েবসাইটে http://police.teletalk.com.bd/home.php লগইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে।

ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশনসহ এমন কয়েকটি ধাপ পার হওয়ার পরে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন পাবেন আবেদনকারী।

পুলিশ সদর জানিয়েছে, উপপরিদর্শক (এসআই) নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদনকারীর বিরুদ্ধে আর্থিক লেনদেনে জড়িত থাকার তথ্য পেলে তাঁকে গ্রেপ্তার করে নিয়োগ বাতিল করা হবে।

বিজ্ঞপ্তিতে আবেদনকারীর বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর এবং সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে। এ ছাড়া প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

শারীরিক মাপে পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি বেঁধে দেওয়া হয়েছে। ওজন বয়স ও উচ্চতার সঙ্গে সামঞ্জন্যপূর্ণ এবং চোখের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

আবেদনের ক্ষেত্রে কোনো সহায়তার প্রয়োজন হলে টেলিটক নম্বর থেকে ১২১ এবং অন্য অপারেটর থেকে ০০১৫০০১২১১২১ নম্বরে ফোন করে সহযোগিতা নেওয়া যাবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

May be an image of 1 person and text

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট