চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক

৩ মে, ২০২৩ | ১২:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ ১৫ মে ২০২৩ সকাল ৯:০০টা হতে দুপুর ২:০০টার মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: সহকারী অধ্যাপক (কার্ডিয়াক সার্জারি)
শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিকৃত মেডিকেল গ্র্যাজুয়েট (এমবিবিএস)সহ স্নাতকোত্তর ডিগ্রি যথা এমএস (কার্ডিওথোরাসিক সার্জারী)/এফসিপিএস (কার্ডিও ভাসকুলার সার্জারী) অথবা সমমানের ডিগ্রি। সাম্প্রতিক কালের ন্যূনতম ৩টি প্রকাশনা যার মধ্যে ১টি নিজস্ব প্রকাশনা (1st Author) (বিএমডিসি কর্তৃক অনুমোদিত) থাকতে হবে।
বেতন: ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা

পদের নাম: সহকারী অধ্যাপক (ই এন টি)
শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিকৃত মেডিকেল গ্র্যাজুয়েট (এমবিবিএস) সহ স্নাতকোত্তর ডিগ্রি যথা এমএস (ইএনটি)/ এফসিপিএস (ইএনটি) অথবা সমমানের ডিগ্রি। সাম্প্রতিক কালের ন্যূনতম ৩টি প্রকাশনা যার মধ্যে ১টি নিজস্ব প্রকাশনা (1st Author) (বিএমডিসি কর্তৃক অনুমোদিত) থাকতে হবে।
বেতন: ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা

পদের নাম: সহকারী অধ্যাপক (মাইক্রোবায়োলজি)
শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিকৃত মেডিকেল গ্র্যাজুয়েট(এমবিবিএস)সহ স্নাতকোত্তর ডিগ্রি যথা এমডি(মাইক্রোবায়োলজি)/ এমফিল(মাইক্রোবায়োলজি)/এফসিপিএস(মাইক্রোবায়োলজি) অথবা সমমানের ডিগ্রি। সাম্প্রতিক কালের ন্যূনতম ৩টি প্রকাশনা যার মধ্যে ১টি নিজস্ব প্রকাশনা (1st Author) (বিএমডিসি কর্তৃক অনুমোদিত) থাকতে হবে।
বেতন: ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা

পদের নাম: সহকারী অধ্যাপক ( রেডিওলজি)
শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিকৃত মেডিকেল গ্র্যাজুয়েট (এমবিবিএস)সহ স্নাতকোত্তর ডিগ্রি যথা এমডি (রেডিওলজি)/ এফসিপিএস(রেডিওলজি)/এমফিল (রেডিওলজি) অথবা সমমানের ডিগ্রি। সাম্প্রতিক কালের ন্যূনতম ৩টি প্রকাশনা যার মধ্যে ১টি নিজস্ব প্রকাশনা (1st Author) (বিএমডিসি কর্তৃক অনুমোদিত) থাকতে হবে। রেডিওলজি এন্ড ইমেজিং এ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা

পদের নাম: রেজিস্ট্রার (কার্ডিয়াক সার্জারি)
শিক্ষাগত যোগ্যতা: বিএম ডি সি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিকৃত মেডিকেল গ্র্যাজুয়েট (এমবিবিএস)সহ স্নাতকোত্তর ডিগ্রি যথা এমএস (কার্ডিওথোরাসিক সার্জারী)/এফসিপিএস (কার্ডিও ভাসকুলার সার্জারী) অথবা সমমানের ডিগ্রি শিশু কার্ডিয়াক সার্জারী/শিশু সার্জারীতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: ২৯,০০০ টাকা থেকে ৬৩, ৪১০ টাকা

পদের নাম: রেজিস্ট্রার ( রেডিওলজি)
শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিকৃত মেডিকেল গ্র্যাজুয়েট (এমবিবিএস)সহ স্নাতকোত্তর ডিগ্রি যথা এমডি (রেডিওলজি)/ এফসিপিএস(রেডিওলজি)/এমফিল (রেডিওলজি)/ডিএমআরডি অথবা সমমানের ডিগ্রি। রেডিওলজি এন্ড ইমেজিং এ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২৯,০০০ টাকা থেকে ৬৩, ৪১০ টাকা

পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (কার্ডিয়াক সার্জারি)
শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিকৃত মেডিকেল গ্র্যাজুয়েট। শিশু কার্ডিয়াক সার্জারী/শিশু সার্জারীতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের আবেদন অযোগ্য বলে বিবেচিত হবে।
বেতন: ২২,০০০ টাকা থেকে ৫৩, ০৬০ টাকা

পদের নাম: নার্সিং সুপারিনটেনডেন্ট
শিক্ষাগত যোগ্যতা: এমএসসি ইন নার্সিং পাস। নার্সিং এডমিনিস্ট্রেশন এ ১০ (দশ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২৯,০০০ টাকা থেকে ৬৩,৪১০ টাকা

শর্তাবলী:
আবেদনকারীগণকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদন ফরম www.bshi.org.bd হতে ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে আগামী ১৫/০৫/২০২৩ইং তারিখের মধ্যে (অফিস সময়সকাল ৯:০০ ঘটিকা হতে বেলা ২:০০ ঘটিকা) সরাসরি/ডাকযোগে নিম্নস্বাক্ষরকারীর ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদন ফরমের সাথে নিম্নলিখিত সনদপত্রসমূহের ফটোকপি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) দাখিল করতে হবে।
১) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/প্রশিক্ষণের সনদপত্র;
২) সদ্য তোলা ৩ কপি (ল্যাবপ্রিন্ট) পাসপোর্ট সাইজের ছবি;
৩) বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক নিবন্ধিকৃত সনদের ফটোকপি
৪) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
৫) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশন/পৌরসভার চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র,
৬) চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র
৭) প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ‘পরিচালক’ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর অনুকূলে ৫০০/- (পাঁচশত) টাকা সমমূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট বাংলাদেশের যে কোন সিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদনফরমের সাথে সংযুক্ত করতে হবে;
৮) “মুক্তিযোদ্ধা পোষ্য” প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট গেজেট এবং MIS সংযুক্ত করতে হবে;
৯) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথীলযোগ্য।
১০) নির্বাচনী পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনটিএ/ডিএ প্রদান করা হবে না।
১১) নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন ও অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১২) নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে ।
১৩) নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির পরেও যদি কোন শর্তাদিতে অসঙ্গতি বা ভুল তথ্য প্রমাণিত হয় তবে নির্বাচন বা নিয়োগ বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
১৪) শুধুমাত্র কর্তৃপক্ষের বিবেচনায় উপযুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট