চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চাকরির সুযোগ

১৭ এপ্রিল, ২০২৩ | ১১:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পেশ ইমাম-কাম খতিব, মুয়াজ্জিন ও খাদেম পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ ৩০ এপ্রিল ২০২৩ তারিখে ‍উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।

 

পদের নাম: পেশ ইমাম-কাম খতিব
শিক্ষাগত যোগ্যতা: ক) দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রী/দাওরায়ে হাদীস পাশ। কোন প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
খ) হাফেজ ই-কোরআন ও ইলমে কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদ প্রাপ্ত। হাফেজ-ই-কোরআন অগ্রাধিকার পাবেন ।
গ) আরবিতে কথা ও আরবিতে উপস্থিত খুতবা পাঠ এবং ইসলামের গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বেতন: ১৫ হাজার টাকা

 

পদের নাম: মুয়াজ্জিন
শিক্ষাগত যোগ্যতা: ক) দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান থেকে সনদধারী। সংশ্লিষ্ট ক্ষেত্রে/মুয়াজ্জিন হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
খ) হাফেজ-ই কোরআন ও ইলমে কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: ১০ হাজার টাকা

 

পদের নাম: খাদেম
শিক্ষাগত যোগ্যতা: ক) দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান থেকে সনদধারী।
খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে/খাদেম হিসেবে ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
বেতন: ৭ হাজার ৫০০টাকা

 

শর্তাবলী:
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২. আবেদনপত্রে প্রার্থীকে (ক) নাম, (খ) পিতার নাম, (গ) স্থায়ী ঠিকানা, ঘ) বর্তমান ঠিকানা), ঙ) জন্ম তারিখ, চ) জাতীয়তা, ছ) শিক্ষাগত যোগ্যতা, জ) মোবাইল নম্বর, ঝ) অভিজ্ঞতা উল্লেখপূর্বক স্ব-হস্তে লিখিত সাদা কাগজে
আবেদন করতে হবে।

৩. আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্র সমূহ সংযুক্ত করতে হবে;
(ক) পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ।
(খ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি ।
(গ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ ।
(ঘ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
(ঙ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি ।

৪. নিয়োগের ক্ষেত্রে সকল সরকারি বিধি বিধান অনুসরণ করা হবে।
৫. আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসার, পটিয়া চট্টগ্রাম বরাবর আগামী ৩০ এপ্রিল ২০২৩ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাকযোগে/সরাসরি দরখাস্ত পৌঁছাতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত ও বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। খামের উপরে পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে।

৬. আবেদনকারীকে আবেদনপত্রের সাথে পেশ ইমাম ও মুয়াজ্জিন পদের ক্ষেত্রে ৩০০/- (তিনশত) টাকা, খাদেম পদের ক্ষেত্রে ২০০/- (দুইশত) টাকার অফেরতযোগ্য যে কোন তফসিলভুক্ত ব্যাংক হতে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করতে হবে।

৭. বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে মোবাইলে/অত্র দপ্তরের ওয়েবসাইটে অবহিত করা হইবে ।

৮. কোন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হইবে।
৯. প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।
১০. কোন তথ্য গোপন করে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে বিষয়টি প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১. যে কোন প্রকার তদবির/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
১২. নিয়োজিত প্রার্থীগণকে শারীরিক সুস্থতা সম্পর্কে উপযুক্ত প্রমাণপত্র দাখিল করতে হবে।
১৩. আবেদনপত্র গ্রহণ, বাতিল ও সংরক্ষণসহ নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন অংশে পরিবর্তন ও সংশোধনের ক্ষমতা নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবং নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৩

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট