চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

নেভি এ্যাংকারেজ স্কুল এন্ড কলেজ চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৩ | ১০:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভি এ্যাংকারেজ স্কুল এন্ড কলেজে প্রভাষক, সহকারী শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ ৭ মে ২০২৩ উল্লেখিত বরাবর প্রদান করতে হবে।

পদের নাম: প্রভাষক (উচ্চতর গণিত)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বি.এস.সি (অনার্স) সহ এম.এস.সি (সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ)। অনার্স ব্যতীত স্নাতক ডিগ্রির ক্ষেত্রে মাস্টার্স পরীক্ষায় প্রথম বিভাগ আবশ্যক।
বেতন: টাকা ২২,০০০-১০০০ X ১৮-৪০,০০০/-

পদের নাম: প্রভাষক (জীববিজ্ঞান)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বি.এস.সি (অনার্স) সহ এম.এস.সি (সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ)। অনার্স ব্যতীত স্নাতক ডিগ্রির ক্ষেত্রে মাস্টার্স পরীক্ষায় প্রথম বিভাগ আবশ্যক।
বেতন: টাকা ২২,০০০-১০০০ X ১৮-৪০,০০০/-

পদের নাম: সহকারী শিক্ষক (মাধ্যমিক) বাংলা
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্স (সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ)।
বেতন: বি.এড সহ : টাকা
১৬০০০-৮৫০ x ১৮-৩১,১০০/-

বি.এড ব্যতীত : টাকা
12,500-700 X ১৮-২৫,১০০

পদের নাম: সহকারী শিক্ষক (গণিত)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্স (সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ)।
বেতন: বি.এড সহ : টাকা
১৬০০০-৮৫০ x | ১৮-৩১,১০০/-

বি.এড ব্যতীত : টাকা ১২,৫০০-700 X ১৮-২৫,১০০

পদের নাম: সহকারী শিক্ষক (পরিসংখ্যান)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্স (সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ)।
বেতন: বি.এড সহ : টাকা
১৬০০০-৮৫০ x ১৮-৩১,১০০/-

বি.এড ব্যতীত : টাকা ১২,৫০০-700 X ১৮-২৫,১০০

পদের নাম: সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্স (সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ)।
বেতন: বি.এড সহ : টাকা
১৬০০০-৮৫০ x ১৮-৩১,১০০/-

বি.এড ব্যতীত : টাকা ১২,৫০০-700 X ১৮-২৫,১০০

পদের নাম: গার্ডেনার
শিক্ষাগত যোগ্যতা: জে.এস.সি/সমমান এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে

পদের নাম: আয়া
শিক্ষাগত যোগ্যতা: জে.এস.সি/সমমান
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকুরির শর্ত ও অন্যান্য সুযোগ-সুবিধা: সকল পদে বয়স অনুর্ধ্ব ৩৫ বছর হতে হবে (তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)। প্রভাষক পদের ক্ষেত্রে নিবন্ধন সনদধারী এবং সহকারী শিক্ষক পদে মাস্টার্স সনদধারী, বি.এড ও নিবন্ধন সনদধারী এবং সকল পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণকে (ক, খ, গ, ঘ ও ঙ) অবশ্যই শিক্ষকতার প্রতি নিবেদিত, ছাত্র- ছাত্রীদের প্রতি বন্ধুসুলভ আচরণের অধিকারী, আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন এবং ইংরেজীতে কথা বলায় ও তথ্য প্রযুক্তি জ্ঞানে পারদর্শী হতে হবে।
স্থায়ী পদের ক্ষেত্রে ৫০% বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা, ২টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, চাকুরী স্থায়ী হলে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদেয়। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে।

আবেদনের নিয়মাবলী: অধ্যক্ষ, নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম এর অনুকূলে সোনালী/ট্রাস্ট ব্যাংক এর যে কোন শাখা হতে ক, খ, গ, ঘ ও ঙ পদের জন্য ৫০০/- (অফেরতযোগ্য) এবং চ ও ছ পদের জন্য ৩০০/- (অফেরতযোগ্য) এর পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ আবেদনপত্র, পূর্ণ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, অভিজ্ঞতা সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র এর সত্যায়িত ফটোকপি, ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি ও খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আগামী ০৭ মে ২০২৩ তারিখ ১৪০০ ঘটিকার মধ্যে সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে।

লিখিত পরীক্ষার তারিখ: যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১২ মে ২০২৩ (শুক্রবার) সকল ১০.০০ ঘটিকায় অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৮১৫৯৫০৬৬০ এবং 01769722782

পূর্বকোণ/সাফা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট