চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অপশক্তি মাথাচাড়া দেবে ছাত্র রাজনীতি বন্ধ হলে

দীলিপ বড়–য়া

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০১৯ | ২:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়–য়া বলেছেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশে যতগুলো আন্দোলন-সংগ্রাম হয়েছে সবগুলোতে ছাত্রদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বর্তমানে রাজনীতির আড়ালে যে অপরাজনীতি চলছে তার জন্য ছাত্র রাজনীতি দায়ী নয়। যারা নিজেদের হীন স্বার্থের জন্য ছাত্রদের ব্যবহার করেছে তারাই মূলত এর জন্য দায়ী। শিক্ষাঙ্গণে ছাত্র রাজনীতির নামে যে অবক্ষয় বিরাজ করছে মূলত এর জন্য দায়ী অপরাজনীতি কিংবা শিক্ষাঙ্গণ কর্তৃপক্ষ। এসব কর্তৃপক্ষ নিজেদের স্বার্থে ব্যবহার করছে ছাত্রনামধারী রাজনীতিকে। এ কারণে শিক্ষাঙ্গণে খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানা অপকর্ম চলে আসছে। সর্বশেষ হত্যাকা-ের শিকার হয়েছে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। সুতরাং এ ঘটনাকে কেন্দ্র করে বুয়েটে যে ছাত্ররাজনীতি বন্ধ করা হয়েছে তার কোন সমাধান হবে বলে মনে করি না। এর পেছনে কারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে প্রকৃত সমস্যা সমাধান হবে বলে মনে করি।’

দীলিপ বড়–য়া বলেন, ‘আমরা সবসময় ছাত্র রাজনীতির পক্ষে। ছাত্র রাজনীতি চর্চার ফলে দেশে প্রগতিশীল রাজনীতি সৃষ্টি হবে। ছাত্র রাজনীতি বন্ধ হলে রাজনৈতিক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট