চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দাভোসে যাচ্ছেন ইমরান খান, বসবেন ট্রাম্পের সঙ্গে

২২ জানুয়ারি, ২০২০ | ৩:৫২ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার সকালে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশে পাকিস্তান ছেড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাভোসে পৌঁছে গেছেন। ইমরান খান ও ট্রাম্প- দুই নেতাই এই বৈঠকে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

ট্রাম্প এমন এক সময়ে এই সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন, যখন ওয়াশিংটনে তার বিরুদ্ধে অভিশংসনের বিচার উচ্চগতিতে এগিয়ে চলছে।
এই সম্মেলনের ফাঁকে আলাদাভাবে ইরাকের প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রাম্পের।
দাভোসে ইমরান খানের সফরসঙ্গী হয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি, বাণিজ্য উপদেষ্টা আবদুল রাজ্জাক দাউদ, নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারী মুঈদ ইউসুফ।
তবে ইমরান খান ছাড়াও সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট সিমোনেত্তা সোম্মারুগা ও কুর্দিশ নেতা নেচিরভান বারজানির সঙ্গেও ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।
চলতি বছরের দাভোস কনফারেন্সে জলবায়ু জরুরি অবস্থা ও সামাজিক বৈষম্যের বিষয়টিতে বেশি গুরুত্ব দেয়া হবে বলে খবরে জানা গেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট