চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১৮ ঘণ্টা পর বরফের নিচ থেকে কিশোরী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২০ | ২:৩১ অপরাহ্ণ

পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে তুষারধসের সময় রফে চাপা পড়ে এক কিশোরী। প্রায় ১৮ ঘণ্টা পর ওই কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কিশোরীর নাম সামিনা বিবি।  বরফের নিচে চাপা পড়ার ১৮ ঘন্টা পর মঙ্গলবার তাকে উদ্ধার করা সম্ভব হয়।

সামিনার মা জানায়, তুষারধসের সময় ওই কিশোরী বাড়ির একটি রুমের মধ্যে ছিল। অনেক সময় পেরিয়ে যাওয়ায় তারা প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। তার মেয়ে খুব ভাগ্যবান যে সে বেঁচে আছে।

অপরদিকে সামিনা বলেন, ‘সে উদ্ধার হওয়ার আশায় সময় পার করছিল। সে ঘুমাতে পারছিল না। তার পায়ে আঘাত লেগেছে এবং তার মুখ দিয়ে রক্ত পড়ছিল। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে নতুন করে ভারী তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট