চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

আমেরিকাকে চীন ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের চেষ্টা বন্ধ করুন

৮ ডিসেম্বর, ২০১৯ | ৪:৩৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচেষ্টা থেকে সরে আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা মোতায়েনের ব্যাপারে তেহরানকে হুমকি না দেয়ার কথাও বলেছে দেশটি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর ক্ষেত্রে আমেরিকাকে কূটনৈতিক সমাধান খুঁজতে হবে। হুয়া চুনইং বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা চুক্তি থেকে কেবল আমেরিকা নিজেকে প্রত্যাহারই করেনি বরং ইরানের ওপর ওয়াশিংটন সর্বোচ্চ চাপ প্রয়োগ শুরু করেছে এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শুধু তাই নয়, ইরানের সঙ্গে যারা বাণিজ্য সম্পর্ক রেখেছে তাদের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করছে। এমনকি পরমাণু সমঝোতায় যেসব দেশ সই করেছে তাদের বিরুদ্ধেও আমেরিকা এই বেআইনি ব্যবস্থা নিয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট