চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

অযোধ্যায় ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক

৮ নভেম্বর, ২০১৯ | ৭:২২ অপরাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় আলোচিত বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা ঘিরে বিরাজ করছে চাপা উত্তেজনা। নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা রাজ্যজুড়ে। সাথে ১৪৪ ধারা বহাল রয়েছে।

এলাহাবাদ হাইকোর্ট ২০১০ সালে  নির্দেশ দেন বাবরি মসজিদের ভূমি ৩ ভাগে বন্টনের। হিন্দু-মুসলিম দুপক্ষই অবশ্য আপিল করেন সে রায়কে চ্যালেঞ্জ করে। সম্প্রতি শেষ হয় ওই মামলার শুনানি।

ধারণানুযায়ী, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ চলতি বছরের ১৭ নভেম্বর অবসরে যাওয়ার আগেই এ মামলার রায় ঘোষণা করবেন। কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে রায় ঘিরে সব রাজ্যকে সতর্ক থাকতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যার রায় নিয়ে উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকতে বিজেপি নেতাদের আহ্বান জানিয়েছেন।

সম্ভাব্য সংঘর্ষের কথা মাথায় রেখে অযোধ্যায় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য। কট্টরপন্থি হিন্দুরা ১৯৯২ সালে ১৬শ শতকে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ গুড়িয়ে দেয়।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন