চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ফের জয়ের পথে ট্রুডোর লিবারেল পার্টি

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০১৯ | ১২:২৯ অপরাহ্ণ

কানাডার সাধারণ নির্বাচনে ফলাফল গণনা শুরু হওয়ার পর দেখা গেছে, নির্বাচনে এগিয়ে রয়েছে লিবারেল পার্টি। সে হিসেবে জয়ের পথেই রয়েছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। তবে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে লিবারেল পার্টি, ফলে ট্রুডোকে একটি সংখ্যালঘু সরকার গঠন করতে হবে। কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) জানিয়েছে, তবে গতবারের মতো পার্লামেন্টে এবার একক সংখ্যাগরিষ্ঠতা থাকছে না ট্রুডোর নেতৃত্বাধীন সরকারের।

এর আগে সোমবার (২১ অক্টোবর) কানাডায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাভুটি শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে লিবারেল পার্টির জয় প্রায় নিশ্চিত। যদিও আনুষ্ঠানিক ফল পেতে আরো সময় লাগবে।  বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ট্রুডো এবং তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির এন্ড্রু শিয়ারের মধ্যে কঠিন লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। এরপর অল্প ব্যবধানে এগিয়ে যায় লিবারেল পার্টি।

প্রাথমিক ফলে জানা গেছে, ৩০৪টি ইলেকটোরাল এলাকার মধ্যে লিবারেল পার্টি পেয়েছে ১৫৬টি আসন। অপর দিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি। সংখ্যাগরিষ্ঠ সরকার নিশ্চিত করতে ট্রুডোর ১৭০টি আসন দরকার ছিল।

এদিকে, হাউজ অব কমন্সের ৩৩৮ আসনে গতবারের মতো সংখ্যাগরিষ্ঠতা ধরে না রাখতে পারায় চলতি মেয়াদে বেশ বিপাকে পড়বে লিবারেল পার্টির সরকার। সেক্ষেত্রে বিভিন্ন আইন পাস করতে অন্য দলগুলোর সহায়তা নিতে হবে ট্রুডো সরকারকে।

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট