চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্কুলছাত্রের আবিষ্কার হেলমেট না পরলে চলবে না বাইক

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১১ পূর্বাহ্ণ

হেলমেট না পরলে মোটরসাইকেল স্টার্ট হবে না। অবিশ্বাস্য হলেও এমনি এক আবিষ্কার করেছেন একাদশ শ্রেণির এক স্কুলছাত্র। মানুষের নিরাপত্তার কথা ভেবে এই আবিষ্কার করেন তিনি। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া করিমপুর ১ ব্লকের পিপুলবেড়িয়া গ্রামের ছেলে দোলন হালদার। সে পিপুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের একাদশ শ্রেণির ছাত্র।

বাবা ঋষিপদ হালদার পেশায় মৎস্যজীবী। আর্থিক সঙ্কট নিয়েই কোনও মতে সংসার চালান। স্কুলের প্রধান শিক্ষক পার্থ তেওয়ারি বলেন, দোলন কলা বিভাগের ছাত্র হলেও ওর মস্তিষ্কটা বিজ্ঞান বিভাগের। যে কারণে এলাকার স্কুলগুলো নিয়ে বিজ্ঞান সেমিনারে ওকে আমরা প্রতিযোগী হিসেবে পাঠাই। পরপর ৩ বছর ব্লকে এবং জেলাতে প্রথম স্থান অধিকার করে।
‘এবার হেলমেট ও মোটরসাইকেল ওয়ারলেস সার্কিট লাগিয়ে এমন আবিষ্কার করে যে, মোটরসাইকেল চালানোর আগে হেলমেট না পরলে কোনভাবেই বাইক স্টার্ট নেবে না।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট