চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

ইরানে পাল্টা হামলা চালিও না, নেতানিয়াহুকে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

১৪ এপ্রিল, ২০২৪ | ৩:৪১ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব না দিতে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। একটি ইসরায়েলি পত্রিকা এ খবর দিয়েছে। ইসরায়েলের হিব্রু ভাষার পত্রিকা ইসরাইল আল-ইয়াওমের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হওয়ার পর ইসরাইলি ওয়ার কেবিনেটের বৈঠক ডাকেন নেতানিয়াহু। ওই বৈঠকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, একই সময়ে ওয়াশিংটন ডিসিতে নিজের জাতীয় প্রতিরক্ষা টিমকে নিয়ে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন প্রেসিডেন্ট বাইডেন। বৈঠকের পর বাইডেন টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন।

ফোনালাপে কী কথা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে একটি মার্কিন সূত্র বলেছে, বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, ইসরাইল যেন ইরানে পাল্টা হামলা না চালায়।

এমনকি মার্কিন প্রেসিডেন্ট এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন যে, নেতানিয়াহু ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধে জড়াতে চান। তিনি এ ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।

এদিকে, মার্কিন জাতীয় নিরাপত্তা টিমের সদস্যদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের সমকক্ষদের সঙ্গে যোগাযোগ করে সবাইকে এই বার্তা দেন যে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখানেই নিয়ন্ত্রণ করতে হবে।

বাইডেনের জাতীয় নিরাপত্তা টিমের সদস্যদের অন্যতম হলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, সেনাপ্রধান জেনারেল চার্লস ব্রাউন, সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এপ্রিল হেইনস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রমুখ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন