চট্টগ্রাম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ইসরায়েলে আটকা পড়েছেন অভিনেত্রী নুসরাত, যোগাযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক

৮ অক্টোবর, ২০২৩ | ৪:০৯ অপরাহ্ণ

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। সেই দেশে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা চালানোর পর থেকেই অভিনেত্রীকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার টিম, পরিবার ও ভক্তরা।

জানা গেছে, সেখানে আটকা পড়েছেন এই বলিউড অভিনেত্রী। অভিনেত্রীর টিম জানিয়েছে, এখন তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। খবর ইন্ডিয়া টুডের।

নুসরাত ভারুচার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে শেষবার তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম। তখন তিনি একটি বেসমেন্ট নিরাপদ ছিলেন। নিরাপত্তার জন্য, আর বিস্তারিত প্রকাশ করা যাবে না। তারপর থেকে, আমরা সংযোগ করতে পারছিলাম না। তাকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আশা করি তিনি সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসবেন।’

গতকাল সকালে দক্ষিণ ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় হামলা চালায় হামাস। প্রথম দফায় ৫,০০০টি রকেট ছোড়া হয় বলে দাবি করে হামাস। ইসরায়েলে ঢুকে পড়ে হামাস গোষ্ঠীর বন্দুকধারীরা। হামাসের হাতে সাধারণ ইসরায়েলিরা ‘অপহৃত’ হচ্ছেন বলে জানা গিয়েছে। শুধু ইসরায়েলি নয়, বিদেশিরাও রয়েছে হামাসের নিশানায়। তাই আরও উদ্বেগ বাড়ছে অভিনেত্রীর পরিবারের।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন