চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

হংকং বিমানবন্দরের বাইরে ব্যাপক বিক্ষোভ

২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : গণতন্ত্রের দাবিতে চলমান আন্দোলনের প্রতি বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করতে হংকংয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। রোববার বিক্ষোভকারীরা বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরমুখী সড়ক ও রেলপথ অচল করে দিয়েছে।

এর আগে বিক্ষোভকারীরা জনগণকে বিমানবন্দরে যাতায়াতের জন্য ব্যবহৃত রেল ও সড়ক পথে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিল। বিপুল জনসমাগমের ফলে বিমানবন্দরমুখী রেল চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
শনিবার রাতভর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছিল। গত তিন মাস ধরে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এটা ছিল সবচেয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা।

এদিকে চীন জানিয়েছে, হংকংয়ের ব্যাপারে তারা কোনো হস্তক্ষেপ করছে না, যা ঘটছে সেটা অভ্যন্তরীণ ব্যাপার। তবে বিক্ষোভের নিন্দা জানিয়ে বেইজিং বলেছে, এতে হংকংয়ের অর্থনীতির ক্ষতি হচ্ছে। বিমানবন্দরের বাইরে অবস্থানকারী বিক্ষোভকারীদের অনেকেরই হাতে আন্দোলনের প্রতীক ছাতা ছিল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট