চট্টগ্রাম শনিবার, ০২ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ইতিহাসের সবচেয়ে গরম দিন দেখল বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক

৫ জুলাই, ২০২৩ | ১১:১২ পূর্বাহ্ণ

বিশ্বের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরেই তীব্র গরম পড়েছে। ভয়াবহ তাপমাত্রায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এরই মধ্যে গত সোমবার (৩ জুলাই) ইতিহাসের ‘সবচেয়ে গরম’ দিন দেখল বিশ্ববাসী।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস সংস্থা ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন এর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত ৩ জুলাই বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭৯ সালে তাপমাত্রার স্যাটেলাইট মনিটরিং রেকর্ড শুরুর পর থেকে এটি এ যাবৎকালের সর্বোচ্চ।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তীব্র গরম পড়েছে। পাশাপাশি চীনের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়াবহ তাপদাহ। দেশটির কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এ ছাড়া উত্তর আফ্রিকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছেছে। এমনকি অ্যান্টার্টিকা, যেখানে বর্তমানে শীতকাল চলছে, সেখানেও তাপমাত্রা বেশি। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে ক্রমবর্ধমান এল নিনো প্যাটার্নের সংমিশ্রণে তাপমাত্রা এতটা বৃদ্ধি পেয়েছে।

এর আগে, ২০১৬ সালের আগস্ট মাসে বিশ্বের গড় তাপমাত্রা সর্বোচ্চ ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট